পেছন ফিরে আয়না খুঁজে দেখি
পরমব্রতা হারিয়ে গ্যাছে মোর
শিখিয়ে দিলো বেচে থাকার মানে
অন্ধকারটা জাপটে ধরে ভোর।
প্রেমকাতুরে ফাদ পেতেছিস যতো
মরা ফড়িং জন্মেছে সন্তান
নিলাম হবে ভরদুপুরের প্রেম
সমর্পিত নীল হরিনের প্রাণ।
নিজের ছবির আরশিগুলো ভেঙ্গে
জমছে ধুলোয় পুরোনো সেই ভুল
বেচে থাকার নতুন যতো গানে
দখল নিল কানাগলির ঝুল
ঘুম পড়েছে গ্রাম্য ক্লিওপেট্রা
কেড়ে নিয়ে মেঘের বুকের ঘাম
নিয়ম ভাঙ্গার নতুন পাঠশালায়
মিটিয়ে দাও স্বপ্ন বেচা দাম।
* লিরিক
(আমতলী, বনানী - টিএসসি, ঢাবি - গুলিস্তান - পান্থপথ) ঢাকা।
শুরুঃ- ১লা জানুয়ারি, সকাল ৯টা
শেষঃ- ১২ই জানুয়ারি, রাত ১১ঃ৩০