অরদ্দুর হাটছি বহুকাল
সূর্য ছোয়না আমাদের
তোমাকে হারাবার পর
কতকাল আলো দেখিনি
জ্বলেও উঠিনি বহুবছর
প্রভাতের নবদয় কিংবা
তপ্ত দুপুরের অনলকুন্ড
কিছুই ছোয়নি আমাদের

এখন আমরা আলোকে ভয় পাই
অন্ধকার দেখেও ভাবিনা তুমি আসবে
আবার কাধে তুলে নেবে তোমার
পথভ্রষ্ট জাতিকে......

মাঝে মাঝে খুব মনে হয়
হয়তো তুমি এসে গেছো
তোমার ভিটে মাটি ফিরে পেতে
তোমার জাতিকে ফিরিয়ে দিতে
তার প্রাপ্য অধিকার......

অপেক্ষার বাক পেরিয়েই শাহবাগে
একটা জ্বলন্ত অগ্নিকুন্ড
এখানে পা রাখলেই বুঝি
তুমি শেকল ছিরে আসছো
ভেঙ্গে দিচ্ছ ফ্যাসিবাদী পরিবারতন্ত্রের পাজর
মুক্তি মিলছে বাঙ্গালী জনতার

হে গনতন্ত্র
তোমার অপেক্ষায় কেটে গেল বহু বছর!!!

১০-০৫-০৭
শাহবাগ, ঢাকা