তুমি বললে
কিরন হও!
ঝিলের জলে ঝিকিমিকি স্নান করো!
আমি রোদ্দুর হলাম
তাবত উষ্ণতা নিয়ে নেমে এলাম তোমার কোমল চোখের তারায়।

তুমি বললে
একটা ঢেউ হও!
এক ঝটকায় আছড়ে পড়ো সন্নিকটেই!
আমি সমুদ্র হলাম
পৃথিবীর বৃহত্তম স্রোত নিয়ে এগিয়ে গেলাম তোমার ঠোঁটে।

তুমি বললে
একফোঁটা জল হও!
বৃহৎ গাছের পাতার ডগা বেয়ে ঝুলে পড়ো!
আমি বৃষ্টি হলাম
সপ্ত আসমানের সুগন্ধি নিয়ে ঝরে পড়লাম তোমার গভীর বুকে।

তুমি বললে
আলোকরশ্মি হও!
পৃথিবীকে প্রদক্ষিন করো একবার!
আমি সুর্য হলাম
আস্ত পৃথিবীটা বুকে চেপে ধরে ফিরে এলাম তোমার কাছেই।

তুমি চেয়েছিলে বৈ কিঞ্চিৎ!
আমি দিয়েছি বিশালের বিশালতা।
নিলাম ডেকে বেচে দিয়েছি সমস্ত সুখ।
বিনিময়ে চেয়েছিলাম তোমার ওষ্ঠ জুড়ে ঝরুক সুস্বাদু হেমলক।
অথচ আমি নির্দ্বিধায় পান করছি অচেনা এক একাকিত্বের বিষাক্ত নির্যাস।

২৮-০৫-১৯
৪ঃ২৭ সকাল