শেষ রাতের টেলিগ্রাম
'এবার ঘুমাও'
সত্যি অবশ হয়ে যাচ্ছে চোখজোড়া
এক মহাকাল ব্যথার কংক্রিট সরে যাচ্ছে দূরে
সন্ধ্যের সাঙ্গ করা পতঙ্গরা
বসন্ত হয়ে ধেয়ে আসছে
ক্লান্ত হয়ে আছড়ে পড়ছে পাপড়িতে
এবার তাহলে ঘুমাও
যুগান্তের জেগে থাকা ক্লান্তি অবসানে
আমিও দেবো এক জন্মের ঘুম
নৈঃশব্দ্যের ঘোরেই নীল দিয়ে ভরে দেবো
তোমার উঠোন।
যদিও তুমি মাইল ক্রোশ দূরে....
ঘুম ভাঙ্গার আগেই
দূরত্ব কাটিয়ে ফের আসুক টেলিগ্রাম
আমি আবার ঘুমোতে চাই।
২৯/১১/২০১৭ ইং
ভোর ৪ঃ০০
দারুসসালাম, ঢাকা।