ব্যাথার গভীরতা মাপতে চেওনা
অগ্নিকুন্ডের লেলিহান শিখায়
পুড়ে যাবে।
যদি মাপতে চাও...
দেখ তোমার রক্ত পিপাশু ছড়ি
দেখতে চেওনা,
থকথকে পচা ঘায়ের পুজের
নদীতে ডুবে যাবে
যেমনে ভাসাও
শোষিতের রক্ত বমিতে
তোমার ঋতুস্রাব
সেলাই করা মগজে ঢেলে বিষ
কঙ্কালের মাঝে বসতির
চাও পরিত্রান
কাকে বাচাবে বলো কাকে?

মখমল বিছানার আড়ামে
সোহাগ করে তোমার পুরুষ
কিংবা তোমার বুকের ব্লাউজের
ঘামের গন্ধের
ওখানে জনতা লাশ হয়েছে বহুবার।

ক্ষতর গভীরতা মাপতে চাও?
ইটের বিছানায় মদের
গন্ধ শুষে নাও।
বলো কাকে বাচাতে চাও?
কাকে?

তোমার উর্ধ্ব শৃংগের অধঃপতন
চুলোয় যাক
তুমি তবুও সাজো নারী মানব রুপে।

০৯-০৮-২০১১
প্রেসক্লাব, ঢাকা।