কিছু রক্ত রক্তের দাগ ভুলে যায়।
কিছু জন্ম তার জন্মকে ভুলে যায়।
ভুলে যায় জন্মদাতাকে, গর্ভমাতাকে
শরীরের লুকিয়ে থাকা জন্মদাগও
তাকে নাড়ায়না
তাকে মনে কড়িয়ে দেয়না
এ মাটি তার, এ মা তার
ওরা নরপিশাচ, ওরা কালপিশাচ
ওরা রক্তখেকো হায়েনার থেকেও নৃশংস
ওরা মায়ের সম্ভ্রম টেনে খাবলে ছিড়ে
পতাকার সবুজকে করে রক্তাক্ত লাল
সময় এসেছে সময়, এখন প্রতিরোধের
প্রতিবাদের
সময় এসেছে সময়
রক্তকে রক্ত দিয়ে প্রতিহতের
আমার মাটিতে পায়ের ছায়াও যেন না থাকে।
০৬-০৭-২০১১
আজিজ সুপার মার্কেট
শাহবাগ, ঢাকা।