কথার থাবায় থেমে যায়
টিয়া-তোতা-ময়না
ধর্ষিত মানবতা
আর কথা কয়না।

স্বাধীন কিংবা স্বাধীনতা
যখন আর সয়না
কালো শরীর জুড়ে গেছে
ধর্মের গয়না

শিক্ষক - ব্যাংকার, মন্ত্রী আমলা
চামার - কামার, তাতি - ধোপা, সরকারি কামলা
রোজ রোজ মুখগুলো বিচ্ছিরি আয়নায়
মেতে আছে সব শালা
লুণ্ঠন - ডাকাতি আর ভোগ্য বায়নায়।

১ সেপ্টেম্বর, ২০১৭
ভোর ৪ঃ৪০
মিরপুর, ঢাকা।