আসো বিকেল খাই
দুজনে ভাগ করে খাই
টানাটানি খাবলা খাবলি করে খাই
আসো বিকেলটারে খাই

হাতের তালুতে লবন মেখে খাই
ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাই
টিপে টিপে খোসা ছাড়িয়ে খাই
বিকেলটারে পুরি বানিয়ে খাই
চলো দুজনে ভাগ করেই খাই

সূর্যটারে গরম তেলে ভেজে ভেজে খাই
দলাই করে চাবিয়ে চাবিয়ে খাই
বিকেলের আলোটারে ভুনো করে খাই
ধুম্রশলাকার নিকোটিন দিয়ে খাই
চলো বিকেলটারে ভাগ করে খাই।

১৯-০৯-১৬
বিকাল ৩.৫০
হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা