সেদিনের ধুলোবালির কাদাটে মুখটা
আজো যেনো আধার গুলো অবিরাম
কেটে যাচ্ছে খণ্ডকালীন আলোর রেখায়

চৌকাঠে সেই মুখের আলতো আভা ছড়িয়ে
পরার কথা ছিল, অথচ কৃত্রিম উত্তাপে
প্রতিনিয়ত সেকে নিতে হয় প্রেমহীন ভারপ্রাপ্ত শরীর

শোকাভিভূত শহরটার ধূসর রঙের
ব্যমোগুলো ভুল করে গুজে দেয়া চুলের
খোঁপার তুলি দিয়ে ধীর নিরবতায় যেন
রুটিন মাফিক মুছে দিচ্ছে নিবিড় উচ্ছাসে।

রোজ নিয়ম করে কান পেতে দেখো সড়ক
দ্বিপের বুকে,নিঃস্বঙ্গ সোডিয়াম বাতির বুকে,
তারও আছে বিশাল গভীর আর্তনাদের পুকুর।

শহুরে ফুটপাতের বিবর্ণ কুকুর গুলোও
কিঞ্চিৎ উষ্ণতা খোঁজে দূর পাহাড়ি বালিকার চোখে
মানুষ হয়ে সেই দাবিটা কোন অন্যায় নয় নিশ্চয়!!

৬-০৫-১৯
৪ঃ৫৩ রাত