হাঁটুতে আমার টান পড়েছে
        বয়সে বন্দি হয়েছে শরীর
হাড় চিবুনো দাঁতগুলো আজ
        পান্তা খেতেও ভয় পায়
অন্ধকারের পশমগুলো
        আজ সাদা রঙ্গে সেজেছে

বুঝেছি,
    আমি বৃদ্ধ হয়েছি!!!


০৪-১১-২০১৩ ইং
রাত ৩:১৫