আমার মায়ের পায়রাগুলি
ক্ষেতের ধান খায়না।
আমার মায়ের হাসগুলিও
জংলা খালে যায়না।
আমার মায়ের মোরগগুলি
বাকবাকুম ডাকে।
আমার মায়ের মুরগিগুলি
ডিম পারেনা, হাগে।
আমার মায়ের কুকুরটারো
মাথা ভরা শিং।
আমার মায়ের বিড়ালগুলো
দিনেই পারে ডিম।
আমার মায়ের গরুগুলো
'মিয়াও' বলে ডাকে।
আমার মায়ের ছাগলগুলো
হাম্বা বলে হাকে।
এইনা দেখে মাছগুলোও
দাত কেলিয়ে হাসে
পাড়া পড়শির ভেড়া-বকরি
খক-খকিয়ে কাশে
ঘরের কোনের ইদুর বেটাও
উলোট-পালট নাচে।
আজগুবি সব কান্ড নিয়েই
মা-টা আমার বাঁচে।