সম্পর্কের খাতিরে আমরা কোথায় এসে পড়ছি?
কোন স্বপ্নের জগতে নির্মাণ করছি নিজের জগত?
স্বার্থের টান অভিকর্ষের মতোই নিচে নিয়ে যায়,
নামতে নামতে অনেক উপরে ওঠার স্বপ্ন দেখি,
স্বপ্ন সে-তো বিভীষিকা জানার পরেও জানা নেই
সন্মানের সাথে জরিয়ে আছে মান জেনেও জানা নেই
এমনি হাজারো জানা জিনিস জানা নেই
কেবল আমাদের অভীষ্ট হয়ে আছে একমাত্র উদ্দেশ্য ।

"Target "

Where we welcoming our-self due to relationship?
At which dream world we predicates our owner world?
Affectionate of selfness returns backward as like gravity.
We dreamed to be upper on way of return.
We forget that dream behave like mirage
We forget that evaluations are connected with honour
We forget everything to record our target whichever only our destination.