"বসে থাকা "
যদি তুমি হারিয়ে ফেল প্রিয় কোন মধুর বিকেল কতটা দুঃখ সয়ে যাবে বলো
নিদয়া হৃদয়ের প্রহসন কতোটা সইতে পারা যায় প্রতিটি পলকে যার রূপকথার গল্পের মত ভেঙে ফেলে নিজের রূপ,
মাথার খুলিতে কতোটা ক্লেশ নিতে পারে মগজ!
প্রেমের নিসর্গ দৃষ্টি আমাকে পেয়ে বসলো গোধূলির আলোয়
দিক হারিয়ে নতুন দিগন্তের খোঁজ শুরু করলাম
কোন পার্কের বেঞ্চিতে বসে আশ্রয় খুঁজে ফিরি
অথবা সবুজ মাঠে বসে দূর আকাশে দৃকপাত।
গোটা গোটা অজস্র চোখে আমাকে নিয়ে তামাশা তোমার শেষ হয়নি
তবুও অক্লান্ত তামাশা হজম করে চলে আমার হৃদয়ের পাকস্থলী
মস্তিষ্কের জরায়ুতে কোটি কোটি জীবন্ত প্রশ্ন প্রতিনিয়ত প্রসব করছে
খেলোয়াড়ের পায়ের মতো অস্থির চোখ নিরিক্ষণ করছে সেইসব।
আজ আমি সত্যি অবাক হই
তুচ্ছ বিষয় বলতে কিছু নেই অথবা মহান কিছুর
কেবল কর্ণফুলীর প্রবাহের মতো সময় কে অতিক্রম করার প্রচেষ্টায় বসে থাকা।