"একটা সময় ছিল"
একটা সময় ছিল বেশ মনে পড়ছে
ভ্রুর ভাঁজ দেখে কত কথা বলতে
জানতে চেয়েছ কোটি বার কি হয়েছে তোমার?
তোমার সামনে দাড়াতেই আয়নার মতো ভেসে উঠতো আমার বিভৎস হৃদয়ের প্রতিচ্ছবি
একটা সময় ছিল বেশ মনে পড়ছে
মনের আড়াল বলে কিছু ছিল না।
একবার সন্ধ্যায় বাসা ফিরতে ছোট্ট একটা পোকার আঁচড় লেগে রক্তিম চোখ দেখে খেয়েছিলাম হাজারো বকুনি
এরপর তোমার আঁচলের কোনা দিয়ে
বুঝিয়ে দিয়েছিলে বৃষ্টি আর সবুজ গাছের সম্পর্ক
একটা সময় ছিল বেশ মনে পড়ছে
মনের আড়াল বলে কিছু ছিল না।
জানালার ফাঁকে সুকৌশলে ফাঁকি দিয়ে খুঁজতে থাকতো তোমার একজোড়া কাতর চোখ
ভরাট সৃষ্টির মাঝেও অসমাপ্ত মনে হতে থাকতো চারপাশ
অসংখ্য ধ্বনির মাঝেও খুঁজে চলতো তোমার কান একটি কন্ঠস্বর
অবশেষে আমার উপস্থিতি তোমাকে তৃপ্ত করতো
তৃষ্ণার্ত ঠোঁটে এককাপ শরবতের মতোই
সত্যি একটা সময় ছিল বেশ মনে পড়ছে।
আমার চোখে সিডরের হাওয়া
স্নেহ কাতর সাহারার হৃদয় নিয়ে নাড়ছি সেই সব স্মৃতির পেখম
তুষারের মতোই প্রচন্ড অবহেলায় আলগোছে পড়ছে মাথায় ব্যকুলতার শিশির ফোঁটা
এক সুগভীর অমাবস্যায় বৃথা জোছনার কামনায় আমার এ চেয়ে থাকা।
একটা সময় ছিল বেশ মনে পড়ছে
মনের আড়াল বলে কিছু ছিল না।
" শিশিরের শব্দ " অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতাটি।