মন এক বিতর্ক ছাড়াই বিচিত্র দৃশ্যের সমাহার
নির্মিত হয় প্রতিনিয়ত ঝড়ে পড়া সফেদ স্বপ্ন
ভালো থাকা কখনো হয়ে ওঠে রূপকথা
ভালো রাখার মতোই নিঠুর বধ্যভূমি।
পাখির কি মন থাকা জরুরি
যদি সে উড়তে উড়তে ঠিক করে গন্তব্য!
সকল স্বপ্নের ভার কি সে বইতে পারে অবশেষে
যখন চেয়ে দেখে চোখের কিনারে একটি স্বপ্নের অপমৃত্যু!
বিশ্বাস যে কখন হারিয়ে যায়
কখন সে দ্বিধায় মুশরে পড়ে বারবার
এক প্রবল আবেগ ঘিরে থাকে চারদিক।
একটা সুরের আভা খুব নিকটে এলে
আনন্দে নৃত্য করে ওঠা মন
খোঁজ করে চলে নতুন কণ্ঠ
কেবল সুরের আগুন তো জ্বালাতে পারে না একটি ফুটন্ত সঙ্গীত।
চিন্তার স্রোত থেমে গেলে হয়তো
ফিরে দেখার কিছুটা অবসর মেলে
সম্ভবনা হয়ে ওঠে এক নির্মিত আবেশ।
[এই কবিতাটি আমার কলেজ ম্যাগাজিনে প্রকাশ করার জন্য দিয়েছি।]