ফেলে আসা দিন

বিবসনা হয়ে কেটেছে যখন দিন
অভুক্ত থেকে ছিল দুখ সীমাহীন
দেখেনি জীবন সুখের নানান রঙ
জানেনি হৃদয় পাখিদের কত ঢঙ
দিন গিয়ে সবে মিলেছে দুমুঠো ভাত
মশার কামড়ে মাটিতে হয়েছি কাঁত
চালের ভিতর দেখে জ্বলজ্বল তারা
নিজেরাই সব হয়েছি আত্মহারা
চাঁদের আলোয় ঘরের সকল খুঁজি
মায়ের কথায় তাড়াতাড়ি চোখ বুঁজি
বৃষ্টির রাত কতটা গভীর জানা
মুষল ধারায় গা ভিজতে নেই মানা
টানাটানি করি কাঁথাটা মাঘের শীতে
জড়ায় ধরেছি দাদুরে গরম দিতে
ভালোই ভালোই কাটতো তখন রাত
এখন হয়তো মাথায় রাখছি হাত
আকাশের কথা বেমালুম গেছি ভুলে
বৃষ্টিতে ভিজে উঠেছি গাছের ডালে
কাজের তাড়ায় অসহায় হয়ে ভাবি
জীবনে কেমন পেয়েছি সুখের চাবি
স্মৃতির আকরে খুঁড়েছি অতীত এঁকে
ফিরে আসে সুখ খনিজের গোড় থেকে
এখন হয়তো দুস্তের চাপ নেই
ভাবের অভাবে বুঝেছি জীবন এই।



( মাত্রাবৃত্ত ছন্দে ৬+৬+২)