মানুষ গভীরভাবে একা
অগণিত মানুষের ভীরে প্রশ্বাসের
অক্সিজেনের মতো একা আসাযাওয়া ।

শহরের সব যানবাহনের চলাচল বন্ধ হলে
ড্যাবড্যাব জ্বলে থাকা রোড লাইটের মতো
একা।
একা জ্বলতে থাকা।

প্রথম আগমন পৃথিবীতে
আলোকিত জগত ছেড়ে
সুগভীর মমতায় জড়ালো হৃদয়  
সৃষ্টি হলো কোলাহল
অবশেষে একদিন এলো সংগ্রামের চেতনা
নতুন স্বপ্নের আঁচড় পড়লো বুকে।
নিরবে নিভৃতে সঙ্গী হলো
পরম একাকিত্ব বোধ।

তাল ছেড়ে বেতাল বেলায় ফিরে এলো অনুরাগ
দাবি ছেড়ে নেমে এসো একবার হৃদয়
এমন একাকিত্বে হও একাকার।