জগতের ক্ষমতা গেছে যখন নির্মমতার হাতে
যতই দুমড়ে মুচড়ে যাক ধৈর্যের বাঁধ
পৌরষবোধ কমছে ক্রমশ যেহেতু তোমার হাতে
নেই বিকল্প কোন পথ।
খানিকটা এগোনোর পরে পথকে ঠিক করতে চাওয়া কেবল একটি দুঃস্বপ্ন;
বরং বৈষয়িক সাফল্যের পেছনের দেয়ালে
রয়েছে এক গভীর নিরবতা, অর্থবহ হয়ে ওঠবার সমূহ সম্ভবনা।
সরল জীবন ছেড়ে পরম তৃপ্তির আশায় একটি কোমল হাতে খুজতে থাকলে আশ্রয়
অনন্ত মায়ার শৃঙ্খলে আবদ্ধ করলে বুদ্ধি
জীবন আপনা হতে হয়ে ওঠলো গভীর আর তীক্ষ্ণ।
তোমার শরীরে লক্ষ কোটি আঁচড় পড়ে আছে
বিস্ময়ে আবিষ্কার করলে যখন
পেরিয়ে গেছে সুখ দুঃখের প্রভেদ
ঘুম জাগরণের মাঝে বয়ে চলা দেয়াল
দুটো চোখ কেবল তাকিয়ে আছে পথের পড়ে
অসংখ্য জীবনের স্রোত কিংবা সভ্যতা বয়ে গেছে
যে পথে।
নিস্প্রভ হাত দুটো রাতের অন্ধকারে হাতড়াতে হাতড়াতে আবিষ্কার করলো দুফোঁটা অশ্রু।