বিদায়

দিন গুলো কেটে গেল যেভাবে কেটে যায় প্রতিদিন
দম আটকে থাকা কোন শিকড়ের মতো কতদিন দেখিনি পৃথিবীর আলো,
বাতাসের স্পর্শে কখনো শিহরণ জাগেনি
এমনি এক গভীর অন্ধকার এসে ভরে তুলেছে হৃদয়।  

আজ নিজের দিকে তাকিয়ে নির্মাণ করছি অচেনা প্রতিচ্ছবি, ভুলে গেছি অন্য সকলের স্বরূপ
তিলে তিলে গড়ে তোলা পুকুর পাড়ে বাঁধানো স্বপ্নের ঘর আজ স্বপ্ন হয়ে আছে
পড়ন্ত বিকেলে সবুজ মাঠে দুজনের বসে বসে আকাশের মেঘের খেলা দেখা স্বপ্ন হয়ে আছে।

তোমার বিদায় নিয়ে বলার কিছু নেই
ভাববারও বিষয় নেই
কেবল অনুভূতির প্রতিটি কণার বিক্ষেপণ যথেষ্ট
কেবল ধমনিতে রক্তের প্রবাহ যথেষ্ট
সে-সব স্মৃতির আকর কতটা জ্বালাময়ী,  বুঝতে।




কবিতা টি কোলকাতার "ঐতিহ্য" পত্রিকায় প্রকাশিত হয়েছে।