আমরা দূরে সরে গিয়ে ভুলে যাই নাকি
ভুলে যেতে যেতে দূরে সরে যাই?
লক্ষ মাইল দূরে থেকেও তো কত আপনার আকাশের চাঁদ
অথচ আজীবন ঘুচে না দুচোখের এক ইঞ্চি ব্যবধান।
দীর্ঘ লালনের মধ্যে বেড়ে ওঠে যে প্রিয়র মুখ
সকল অবসরে হয়ে ওঠে প্রিয়
অথচ যুক্তিহীন
প্রিয় হওয়ার দাবিতে নেমেছে হৃদয়
কতটা বসন্ত শীত ভুলে থাকার পর।
আজ হৃদয় আকাশে
নাড়া দিচ্ছে বারবার বোধের সূর্য,
সময় বয়ে যায়, কতোটা জ্বালাময়ী কতোটা নির্মম।
বদলে গেছে কি সময়----নাকি অভ্যেস?
নইলে স্মৃতি গুলো কেন নিয়ে এসেছে প্লেট ভর্তি অপমান!
ফিরবো ঘরে আমিও একদিন, ব্যর্থ চাওয়া নিয়ে বুড়ো হয়ে গেছে আমাদের আদিম আদর্শ।
কি বিভৎস কি অদ্ভুত কি অদ্ভুত।