গজল
রেখেছি তোমায় চোখের তারায় নীরবে,
ফাগুনের নেশা জড়ালো আমায় নীরবে।।
সন্ধ্যা নেমেছে মনের উঠোনে আবার
হৃদয়ের ছবি হৃদয়ে লুকায় নীরবে।।
বাতাসে পেয়েছি শরীরের ঘ্রান পুরনো
বুঝি স্বপ্ন গুলো আকাশে মিলায় নীরবে।।
বনে ময়ুর নেচে প্রেমের তুফান তুলেছে
জানে মধুর খেলা নিঠুর হেলায় নীরবে।।
যদি পাখির ডানা বিদ্রোহ করে উড়তে
তবে মৃত্যু হবে আকাশ গঙ্গায় নীরবে।।
তবু নিঠুর জেনে খোঁজে সুলতান তোমারে
পেতে নিজেরি খোঁজ দারুণ ব্যথায় নীরবে।।