যখন স্ত্রীর গর্ভ থেকে একটি নতুন মুখ এলো
দেখতে নিজের মতো
অবিকল সেই চেনা হাসি, চেনা রাগ অভিমানে না খেয়ে থাকা, মায়ের কথার ওপর কথা বলে যাওয়া পুটিমাছের চর্চরীর প্রতি বিশেষ টান অথবা কোন প্রবল বৃষ্টির দিনে পুকুরে সাতার,
তখন মনে হলো আমারি শৈশব আমার সন্তানের শরীরে।  পেয়েছে অবিকল আমারি দুরন্তপনা।

নিজের ব্যর্থ স্বপ্ন গুলো দানা বাধতে শুরু করে ওর ওপর। বেধে দেই কিছু রোবোটিকস নিয়ম শৃঙ্খল।
নিঃশব্দে মরে যেতে থাকে একটি বৃহৎ সম্ভাবনা, তৈরী করি উঁচু দেয়াল সংগোপনে কাঁদতে থাকে প্রভুর আশীর্বাদ।