"ভাঙা স্বপ্ন  "

বর্তমান কিংবা ভবিষ্যৎ দুটোই ছিল বেশ নিষ্পাপ শিশু
রংহীন পৃথিবীর বুকে হাজার রংয়ের পাপড়ি মেলেছিল আমার এ তৃষ্ণাকাতর চোখ
যখন তুমি ছিলে সত্যি ছিলে।

আজ
ভবিষ্যৎ, একটি শব্দ উচ্চারণের মাধ্যমে জেগে ওঠে সীমাহীন বিচ্ছেদ বেদনা
স্বপ্নগুলোর প্রতিটি পেখম ঝরে পড়েছে পত্রঝরার মতোই
রং তুলিতে সব কিছু মুছতে গিয়ে  মুছে গেছে চেনা শহরের গলি।

আকাশের ঐ চাঁদটার মতোই ছিল  সত্য
তোমার প্রতি আমার এ গভীর প্রণয় ছিল সত্য
হৃদয় ভাঙা ডাক শুনেছি কতবার পানির ওপরে বুদবুদের মতোই নির্মল।

আমার চোখে আজ দেবদাস ভেসে ওঠে
অবয়বে দেখি জেগে উঠেছে এক সতৃষ্ণ ক্লান্ত পথিক।

ভাবিনি তোমার বিচ্ছেদ এনে দিবে এক বিষন্ন পৃথিবী
চারদিক দৃষ্টিপাতে  নিজেরে করেছি নিখোঁজ
এখন আমার একমাত্র আপনার
প্রেমিকের মতোই রাখে খবর
সকল অভিমান অভিযোগে আমার লালনে বেড়ে ওঠা
এ পোড়া চোখের ভাঙা স্বপ্ন ।




"শিশিরের শব্দ " অনলাইন পত্রিকায় ০৩-১২-২১ প্রকাশিত হয়েছে। নিচের লিংকে দেখতে পাবেন

https://shishirershabdo.wordpress.com/2021/12/03/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a7%80%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/?preview_id=5033&preview_nonce=dfa1bf720c&preview=true&_thumbnail_id=5082