কখনো কি নিবারন হয় চোখের তৃষ্ণা!
তোমার ঠোঁটে শুনেছি সেসব প্রেমের কথা
শুনেছি কতবার বাসনা মুক্তির কথা
মৃত্যু ঘটছে সেগুলোর একটি একটি করে
একটি একটি করে জমছে অভিজ্ঞতা
প্রতিদিন আড়ালে হারিয়ে যাচ্ছ তুমি।
ভাবছি আমি কখনো কি প্রেমিক ছিলাম
কিছু সময়ের জন্য অথবা কখনো না!
নইলে এতটুকু অদেখায় ছেদ পড়বে
জীবন থেকে দূরে হবে বসবাস
কোটি আলোক বর্ষ সরে পড়বে
অচেনা লাগবে এভাবে নিজেরি হৃদয়
গ্রাস করবে প্রতিনিয়ত কৃষ্ণ গহ্বর
তোমার প্রেমে সাজানো স্মৃতির আকর।
আমি কখনো পথিক ছিলাম না!
পথ হয়তো নিয়ে গেছে সহস্র পথিক
যতই কেটে গেছে কালো মেঘ
প্রকাশ হয়ে পড়ছে নিজের স্বরূপ
অন্বেষণে ছিল যে চিন্তার মন
নিজেরি বেড়াজালে গড়ে তোলে
বাঘের প্রতিচ্ছবি প্রতিদিন
ঝাপসা হয়ে ওঠে স্পষ্ট জীবন।
ভাবছি আমি কখনো কি প্রেমিক ছিলাম
কিছু সময়ের জন্য অথবা কখনো না।