নিঠুর চোখ


জীবনের এই যে খরতাপ সময়ের গন্ডি পেরোলেই কি মুক্তি মেলে!
অথবা গভীর কোন মরুর বুকে ভেসে ওঠে সোনালি  সফলতার পাখি!
যে হয়েছে পথিক আলোর পথে
ক্রমশ বেড়েই চলে বেড়াজাল ঝর্ণার মতো
মুক্তির স্বাদ সে তো দূর আকাশের নীহারিকা।

আমাদের এই যে বসন্তের ব্যকুলতা
কাকে ঘিরে ডাকছে দারুণ তীব্র স্বরে ক্রমাগত
জীবনের চলার স্রোত বয়ে চলে থেমে থেমে
দুঃখের বিষ ছড়িয়ে আছে সমস্ত পথে
বুকের রক্তের মতো।

প্রতিটি ক্ষণে জড়িয়ে ধরে আছি নিশ্চিত
ব্যর্থতার ইতিহাস
তোমাকে আপনার জেনে শুরু হয়েছিল যে অভিযাত্রা
মুখোশ হয়ে উঠেছে কতবার
কতবার অন্যের বুকের পাঁজরে তীব্র ব্যাথা এনেছে
সে সব না-ই বা বললাম
অন্তত তুমি হতে পারতে প্রশ্বাসের মতো ঘনিষ্ঠ।  

নিঃসঙ্গ চাবুক বন্ধু হতে চেয়ে
রেখে গেলে অসংখ্য গোলাপি দাগ
সহজে হজম হলো অলিখিত প্রিয় অপরাধ
তাই বুঝি তোমার নিঠুর চোখ আমার চলার পাথেয়।