স্বদেশ
বহুকাল তো হলো কমোডাসের রাজত্ব
সিজারের চিতায় চলে এসেছিল সোনালী হরিণ
এবার না হয় ফিরে আসো গ্রামসির মস্তিষ্কে
অন্ততঃ ভেঙে পড়ুক পেটি বুর্জোয়া কড়াল তকদির
নির্মিত হোক আমাদের স্বপ্ন।
কোথায় চলেছে তোমার অভিযাত্রা
কোন কি লক্ষ্য আছে?
এই বিশ কোটি স্বপ্নের কথা কি মনে আছে?
অথবা অনাগত ইতিহাসের সবচেয়ে ঘৃণা ছড়িয়ে আছে তোমার চেহারায়
কিসের আনন্দ নিয়ে বিস্তার করছো আমাদের দুঃখ?
তুমি বিশ্বাস কর নাই কর আমি তো তোমার বৃহৎ শরীরেরি একটি কোষ
অগণিত কোষের শক্তি অস্বীকার করলে তুমি হবে অস্তিত্বহীন।
বহুকাল তো হলো আমাদের গর্বিত হৃদয়
নুইয়ে পড়েছে তোমার মুলোর চরণে
এবারে অন্ততঃ পেতে দাও আওয়াজ করার অবহেলিত সাদ
অন্ততঃ অর্ধেক জীবন এড়িয়ে যাক বঞ্চনার আঘাত
এভাবেই একদিন চলে আসবে বেঁকে যাওয়া জীবনের নিগূঢ় নৈসর্গ অন্ততঃ।