তন্ময় হয়ে ডুবে আছে আমার সমগ্র সত্তা
মিথ্যে কোন মায়াজালে  আটকে গেছে চোখ  হয়তো ক্রন্দনরত বিহ্বল অন্তরে লুকিয়ে থাকা কোন হৃদয়
প্রিয়র চোখ থেকে সরে গেলে হয়তো  এভাবেই আঁচড় পড়ে বিস্ময়ে।

স্মৃতি মন্থনের মতো এমন বাজে কাজ আর নেই
কেবল অনুভূতির দরজায় তালা ঝুলনো
অথবা আপসোসের মালা তৈরি করতে বসা।

প্রতিদিনি বেশ ফাঁকি চলে
ফাঁকি দেই কাজের ফাঁকে ফাঁকে
অজুহাতের হাতে তেল মেখে স্বপ্ন দেখি কালকে করবো বাকিসব।

ঐ যে ওঁৎ পেতে থাকা কুহকের ডাক
যে কি না কবরের দেশে দিশা খুঁজে চলে
গোলাপের পাপড়ির মতো ঝরে পড়ছে তার সুরেলা ধ্বনি, গড়ে তুলছে প্রাগৈতিহাসিক তৃষ্ণা
কেবল যতদূর চোখ যায় দেখি প্রবল হাহাকার
কেবল ধুধু মালুকাময়।