অবচেতন মনে ভাবি !
স্বপ্নের ঘোরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি !
আর কত?
কখন থামবে এই ভয়াল তুফানের তীব্র আঘাত ?
সমস্ত আকাশ জুড়ে কাল মেঘ !
চারিদিকে উন্মত্ত ডানার ঝাপট !
আমি প্রতিটা নিঃশ্বাসে ভাবি!
আমি জেগে জেগে বাস্তবতায় ভাবি !
আর কত দৌরাত্ম্য ?
আর কত এই পঙ্কিল জলহস্তীর উন্মত্ত থাবা?
সর্বাঙ্গ নিমজ্জিত চোরাবালির অতল গহ্বরে!
হে পরম করুণাময় !
তুমি কি টেনে তুলবে না, তোমার সৃষ্টিকে ?
তুমি কি আর দেখবে না প্রাণের উচ্ছ্বাস তোমারই সৃষ্ট পরিমণ্ডলে ?
তোমার সৃষ্টি তো জানে- তুমি অপার করুণাময়!
ইহাই হউক সত্য প্রভু! ইহাই হউক চির সত্যময়!!