অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর !
কাতরে কবিরা ভালই লেখেন-
বিরহের কবিতা, আবেগে ভরা হারিয়ে যাওয়া
ভালবাসার কবিতা,
রোদনে ভরা বসন্তের কবিতা,
প্রকৃতি থেকে বিলীন হয়ে যাওয়া কীটাণুকীট,
জীবকুল, প্রাণিকুলের কবিতা ।
কিন্তু পাথরে?
পাথরে কবিগণ নিথর!
কি করে লিখবেন? পাথরে কি আছে প্রাণ?
নাকি আছে হৃদয়?
কি করে লিখবেন? পাথরে তো শুধু প্রাণহীন
অণু-পরমাণুর কঠিন গাঢ় সন্নিবেশ-
সেখানে কোথায় শব্দ? প্রকৃতি, প্রত্যয়, সমাস, ব্যঞ্জনা?
পাথরের কোন হৃদয় নেই, নেই কোন ভাষা !
সেখানে শুধু কোটি বছরে সন্নিবিষ্ট ঠাসা ধূলিকণা-
পাথরের কাছে কবিতার আর্তনাদ- বৃথাই প্রত্যাশা!!