হে বসন্তের কোকিল!
তুমি কি শুধু বসন্তেই গাবে
তোমার সুরেলা কণ্ঠের সুমিষ্ট গান?
কেন, বিঘ্ন কোথায়? যদি তুমি গাও বৈশাখে-
যখন আমরা নিরন্তর জ্বলি সুতীব্র তাপদাহে?
কিম্বা মাঘে- যখন আমরা কাঁপি থরথর কনকনে শৈত্যপ্রবাহে?
বসন্তে তো আমরা এমনিতেই আনন্দে উদ্বেলিত
প্রকৃতির সাজে নব পত্র-পল্লবে
আর প্রাণ জুড়ানো মৃদু-মন্দ সমীরণে,
ওহ বুঝেছি, তবে তুমি গাও শুধু বসন্তে
আপন মনের উল্লাস প্রত্যাশে!
তাই বলি, দয়া করে তুমি কি একটু গাবে
ঐ তীব্র তাপদাহে আর শৈত্যপ্রবাহে?
তাহলে আমাদের কনকনে শীত আর উত্তাপ জ্বালা
কিঞ্চিত হলেও লাঘব হবে !