সাত নাম্বার প্লাটফর্মে আমার রেল বাড়ি
লাল শাড়ি ঝুলে জানালার রোদে
রোদে ঝোলা শাড়ি দেখে
মা ছাড়া কারো কথা মনে আসে না।
যেখানে আমার নিজের বাড়ি
মা ছাড়া কেউ থাকে না
লাল আলু শুঁটকি মাছের ঝোল
শানকিতে জাউ ভাত পেলে
আমি কাউকে ডাকি না।
উঠানে থৈ থৈ রোদ
রোদে ভেজা তুল তুল শিশু দেখে
মা ছাড়া কারো কথা মনে আসে না।
আমার সাত নাম্বার প্লাটফর্মে
রেল বাড়ি ঘুমায়
মা ঘুমায়
তার কোলে আমি ঘুমাই।
ঘুমে ঢাকা মুখ দেখে
মা ছাড়া কারো কথা মনে আসে না।
মা ছাড়া কারো কথা মনে আসে না।