পাল্টে দিলে
পাল্টে দিলে সবকিছু
এমন ঝরঝরে শিউলি ফুল
আগে দেখিনি কোন দিন
আজন্ম নাশুকানো ঘা থেকে
এখন পুঁজ রক্ত কিছুই ঝরে না
শুধুই শিউলি ফুল আর শিউলি ফুল।
এমন চোখ বড় বড় আসমান
ঝুলন্ত অর্কিড উদ্যান
ছল ছল চোখ
কোন দিন দেখেনি আমায়।
বঙ্গোপসাগর ফার্মগেটের এত কাছে
আগে কখনো আসেনি
ওভার ব্রীজের উপর একটা গাঙচিল
গ্রীক নাবিকের কাছ থেকে শেখা
ভালবাসার গান গেয়ে যাচ্ছে।
মেঘ একটু না ডাকতেই
দু ফোটা বৃষ্টির জল না পড়তে
মানিক মিয়া এভিনিউতে উজিয়ে এসেছে
ঝাঁকে ঝাঁকে কৈ মাছ।
সব কিছুই পাল্টে গেছে আমার
এমন বুক চিনচিনে বিকেল আগে আসেনি।
সন্ধ্যায় তুমি আসবে তো!