ছেঁড়া পালের ছায়ায় ছায়ায় গুণ টানি
মরা নৌকার পাঁজরে বসে দাঁড় বাই
উজানে যাই উজানে যাই
নদীর করোটির খোঁজে খোঁজে পৌছে দেখি
কার বাড়ি আগুনের সংসার
এ কোন শ্মশান
বসেছে নদীর চিতা
কোথায় জলপ্রপাত কোথায় সরোবর
কেবলই জ্বালামুখ
ডানা পোড়া গন্ধ
ভাটিয়ালী, আহা ভাটিয়ালী
কোথায় টলোমলো জল
বেহুলা-লক্ষিন্দর
শুধুই উটের কাফেলা বেদুইন নর্তকীর নাচ
ঝিনুকের বুক চিরে খুঁজি নদী
জল কোথায়
কোথায় জল
কেবলই ভস্ম
আজ শ্মশানে নদীর চিতা।