পারাপার
*********
মৌন অন্তরাল অন্ধকার মাঝে
কেনো এতো নিঃশব্দ কোলাহল ?
দুঃসময় যন্ত্রনা ফোটাতে পারেনি
স্বর্গের সুগন্ধি নীল পারিজাত
ভেবেছিলে এমনি করেই কাটিয়ে দেবে
অগোছালো সময়, শুধুই ফাঁকি দিয়ে?
নীড়ের ভেলায় অমসৃণ ফিরে যাওয়া
সাধনায় একান্তে লীন হতে হয়
সময়ের ঢেউ এর সাথে বেহিসেবী ভেসে যাওয়া
নিঃশব্দ অশ্রুর নদী বয়ে যায় ,
বহু কোটি মুহুর্ত পার হয়ে যায় এক লহমায়,
বসে আছি নিমগ্ন প্রতীক্ষায়,
কখন ভোরের গন্ধে ভরে যাবে,
পার হব শিশিরের তরী বেয়ে,
শোক,বেদনা, ধুয়ে মুছে
নিরাপদ হীনতার কুয়াশার পারে
নির্ভয় শান্ত সরোবরে।
*********************
রাধা মাধব মুখোপাধ্যায়