কোথায় আলো
*********
আলোর টানে ছুটছ একা
অনন্ত নীল আকাশ
সময় ভাসে আলোয় মাখা
মিষ্টি আতর বাতাস
বন্ধুর বাড়ি যাচ্ছে দেখা
আলোর স্মৃতির বনে
আলোর ঢেউ উথাল পাথাল
ভালোবাসার টানে
সুখ দুঃখে আলোর মশাল
আলোয় জড়ায় উষ্ণতা
মন ভাসানী সুর গান তাল
আলোয় ভরা রূপকথা
কোথায় আলো কোথায় পাবে
খুঁজতে খুঁজতে জীবন হারায়
সহজ কথা বুঝতে হবে
আলো পাবে ভালবাসায় ।
********************
রাধা মাধব মুখোপাধ্যায়