আশা
******
তামসিক হিনমন্য অন্ধকার অমাবস্যার রাত্রে
খসে পড়েছিল সুকুমার বৃত্তির যত তারা ছিল,
আকাঙ্ক্ষা উচ্চাশা আর উদগ্র বাসনার সূত্রে,
নিবিড় ভালবাসায় বাঁধা সম্পর্কের গ্রন্থী গুলো
হারালো উল্কার মত, কঠিন অংকে জট পাকালো।
সমব্যাথা,বিপদে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখা,
অশ্রুর দুটি ফোঁটা, দুঃখের দিনে সান্ত্বনায় মাখা
দুটি কথা,আর কি অপেক্ষা থাকে মানবিকতায়?
সম্পর্কের বন্ধন বেঁধে থাকে আন্তরিকতায়,
এটুকুই শিখেছি সেই শৈশব সময় থেকে।
লালসা,অর্থলোভ, রাজনীতি,হিংসায় মেখে
অমানিশা অন্ধকারে আপামর মনুষ্যত্ব হারায়,
ধর্ম কে সিঁড়ি করে ঈশ্বর কে টুকরো টুকরো করে
সিংহাসনে নপুংসক উত্তরাধিকারী বসে দরবারে।
সহজ সরল প্রানখোলা হাসি নিঃশব্দে মুছে যায়,
সম্পর্কের শীতল প্রতিস্পন্দনে,অতি প্রিয়জন
ভেবেছিলে যাকে, অদৃশ্য হয়, অজ্ঞাত কারণ।
চারিপাশে কত মুখ ভন্ড ভালোমানুষি আঁকা,
মস্তিষ্কের উর্বরতায় ক্রুর বিশ্লেষনের ঘুণপোকা।
নিরন্তর ছুটে চলা,লোভ আর ইঁদুরের দৌড়,
কখন কিভাবে পেরিয়ে গেল জীবনের সব মোড়
পাকদন্ডি প্রান্তে এসে খুঁজে ফিরি শৈশবের আলো,
নতুন প্রজন্ম হয়তো বা সবুজের ছায়ায় ঢেকে দেবে,
এ পৃথিবী,ভালোবেসে মুছে দেবে সব অন্ধকার কালো,
নির্মল বিশুদ্ধ বাতাসের আশ্বাসে বুক ভরে যাবে
মনুষ্যত্বই হয়তো কোনদিন নিঃশর্ত ও শেষ কথা হবে।
*********************
রাধা মাধব মুখোপাধ্যায়