তুমি মেয়ে !
তোমার জীবন হবে এক খোলা খাতা ।
আর সেই জীবন খাতার প্রতিটি পাতা পড়বে আমজনতা !
‘একান্ত ব্যক্তিগত’এই শব্দটি তোমার জীবনে নিষিদ্ধ !
তাই তোমার জীবন খাতা উন্মুক্ত রাখায় তুমি দায়বদ্ধ !
তোমার চলার পথে টানবে লক্ষ্মণ রেখা !
তোমার বাবা থেকে শ্বশুর বাড়ির আছেন যারা !
এমনকি পাড়া পড়শি যত আছে সবাই তারা !
তোমার স্বামী !
পুরুষ ওরা !
ওদের ব্যাক্তি পরিসরে কখনও দিওনা নজর ।
বান্ধবী বেষ্টিত হয়ে থাকাটাই যে ওদের দস্তুর !
ওদের বান্ধবী যে ওদের করিশমা !
মর্যাদায় নাকি উচ্চ আসনে বান্ধবী বেষ্টিত আছে যারা !
সমাজে ওরা আজ খ্যাত ওরা যে ক্যাসানোভা !
তুমি মেয়ে !
তুমি স্ত্রী !
তোমার কিন্তু কোনো পুরুষ বন্ধু থাকবে না।
সমাজের চোখে তা'হলে হবে তুমি চরিত্রহীনা !
তুমি হলে, তোমার স্বামীর ফিক্সড ডিপোজিট স্কিম্ !
তাই, নেইকোনো ক্ষতির আশঙ্কা,নেই কিছু হারানোর ভয় !
আর তাই তোমার জন্য তোমার স্বামীর নেই কোনো বাড়তি সময়!
আর বান্ধবীরা হল শেয়ার ইনভেস্টমেন্ট স্কিম !
তাই প্রতিমুহূর্তে তাকে লাভ ক্ষতির অঙ্কটা হিসেব করতে হয় !
না'হলে যে শেয়ার বাজারের ওঠা পড়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয় !
তাই তো বান্ধবীদের জন্য স্বামীকে একটু বাড়তি সময় দিতে হয়!
এ'সব তো স্ত্রী হয়ে তোমাকে বুঝতে হবে !
স্বামীর সুনাম রক্ষা তো স্ত্রী'কেই করতে হবে!
আর সংসার! সে তো তোমারই !
তুমি যে ঘরণী !
তুমি যে মা !
তুমি যে স্ত্রী !