স্পর্শ দু-হাজার- কুড়ি
ত্রিশে জানুয়ারি,
কুষ্ঠরোগী নয় অস্পৃশ্য ,
এস- আমরা সবাই-
তোমাদের হাত ধরি।
রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যক্রম,
জাতীয় কুষ্ঠ নিবারণ ও-
রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের ,
এক যৌথ কর্মসূচীর শুভ সূচনায় -
২০২০ সালের ডিসেম্বরে শুরু হল পথচলা।
একসাথে হাতে হাত ধরে।
কুষ্ঠ রোগটিকে করতে হবে নিরাময় ,
সেই লক্ষ্যে আবাল বৃদ্ধ বনিতা কেউ যেন -
এই কর্মসূচী থেকে বাদ না যায়।
তাই, সবার আগে জানতে হবে রোগটির পরিচয়।
কুষ্ঠ রোগটি কিন্তু ছোঁয়াচে নয়,
হাঁচি কাশির মাধ্যমেই এ রোগ ছড়ায়।
নিয়মিত যদি রোগী MDT খায়,
তবে রোগটি নির্মূল হবে নিশ্চয়।
কুষ্ঠ রোগটি হ'ল
ব্যাকটেরিয়া জনিত,
এবং বায়ু বাহিত।
তাই সঠিক সময়ে যদি কুষ্ঠকে
আমরা করতে পারি চিহ্নিত,
তবে বিকলাঙ্গ হবে না রোগী -
জেনো নিশ্চিত।
যখনই কোনো নতুন রোগী
হবে শনাক্ত,
তখনই যদি একটি ডোজ -
রিফাম্পিসিন খাওয়াতে পারি,
যারা সেই রোগীর সাথে যুক্ত।
তবেই কিন্তু মানুষ আর নতুন করে -
হবে না আক্রান্ত।
আর আমরা সবাই তখন-
থাকব বিপদ-মুক্ত।
আজকের এই দিনটিতে তাই -
এই হোক মোদের অঙ্গীকার।
নব-প্রজন্মকে -
যেন পারি দিয়ে যেতে-
একটি কুষ্ঠ-মুক্ত বিশ্ব -
উপহার ।