পৃথিবী রয়েছে এখন এক কঠিন অসুস্থতায়,
মানুষের দৈনন্দিন জীবন যাপনকে -
গ্রাস করেছে অতিমারীর ভয়াবহতা।
প্রতিনিয়ত মানুষের মধ্যে -
ছড়িয়ে পড়ছে এক বিষন্নতা।
প্রতিনিয়ত বোধ করছি আমরা -
কাছের মানুষের সাথে না কথা বলার-
না দেখা হবার ব্যথা।
বিশেষ করে, এই অতিমারী ও লকডাউনে আমরা-
রোগ ও রোগীর সাথে যুক্ত আছি যারা ,
হয়েছি এক ভয়াবহ অবস্থার সম্মুখীন, সবাই তারা।
আমাদের সামনে এখন -
দিন - রাত চলছে যুদ্ধ আমরণ।
'অবসর' এই শব্দটাই গেছে মুছে ,
আমাদের জীবন অভিধান থেকে।
নানান ফুটেজে আমরা আজ দেখতে পাই ,
ক্লান্ত - অবসন্ন নার্স ও চিকিৎসকদের -
পিপিই কিট পরা অবস্থায়।
তাই, এই যুদ্ধের মোকাবিলায় যারা আজ সৈনিক ,
যুদ্ধ জয়ের জন্য চাই- তাদের অদম্য মনোবল।
তারই জন্য, ওদের শরীর ও মনের সুস্থতায় -
মনোবিদরা দিচ্ছেন নানান নতুন নতুন কৌশল।
তাই, আজ আমরা দেখছি -
চিকিৎসক, নার্সরা, রোগীদের সামনে নৃত্যরত।
পিপিই কিট পরে, যখন তারা রয়েছে কর্মরত।
মনোবিদরা বলছেন চিকিৎসক ও নার্স -
এমনকি রোগীদেরও মনের সুস্থতার জন্য -
অভিনব এই থেরাপী নাকি খুবই কার্যকরী।
এভাবেই একদিন রাত্রির অমানিশার ঘোর কাটিয়ে,
পুবদিগন্ত রাঙিয়ে ভোরের আকাশে-
সূর্য উঠবে হেসে।
পৃথিবী আবার নতুন সাজে উঠবে সেজে।