তুই যে আমার -
প্রথম ভোরের সূর্য,
আমার নিশাবসান।
তোর খিলখিলিয়ে হাসি
যেন মুক্ত ঝরায় রাশি রাশি!
তোর মুখের প্রথম বোল-
যেন স্রোতস্বিনীর হিল্লোল!
তোর প্রথম কথা বলা-
যেন দুরন্ত ঝর্নার দুর্বার বেগে চলা!
তোর হাতের প্রথম তালি-
যেন হাজার পায়রা একসাথে-
দেয় করতালি!
তোর প্রথম হাঁটা-
এক-পা ,দু-পা ফেলে-
যেন লক্ষ ময়ূর -
নাচছে পেখম মেলে !
সাত রাজার ধন-
মানিক যে তুই!
মোদের বুকের গর্ব যে তুই!
এমনি ভাবেই -
একদিন তুই-
সকল নথি-
ভাঙবি যে তুই-
সব কিছুতেই প্রথম হয়ে-
প্রথম নজির গড়বি তুই।