আমারে সে শুধালে একদিন ,
কোথায় ছিলেম আমি এতোদিন ?

এতোদিন কোথায় ছিলেম ?
স্মৃতির এই দিনপঞ্জি যে আজ -
পড়ন্ত বিকেলের ক্ষীণ আলোয় হয়েছে মলিন।
ঝাপসা আলোয় দেখি আজ ফিরে,
হেঁটে চলেছি আমি পৃথিবীর পথে -
একাকী হাজার-হাজার বছর ধরে।
ঐ ভারত মহাসাগর থেকে সুউচ্চ হিমালয় শিখরে।

আমি ক্লান্ত পথিক এক ,
বিস্তীর্ণ এই যাত্রাপথের স্মৃতি কতো যে -
ঐ গঙ্গার বুকের পলিতে জমে আছে !
ফাল্গুনের রাতের আঁধারে ,
যখন দ্বিতীয়ার চাঁদ ওঠে ,
আকাশ গঙ্গার বুকের ঐ মলিন স্মৃতিরা সব-
নক্ষত্রের ফুল হয়ে যেন ফুটে ওঠে আকাশের গায়ে।

আমি ক্লান্ত পথিক এক।
চলেছি একাকী পৃথিবীর পথে,
হাজার-হাজার বছর ধরে।
শুধু মনে পড়ে ,
আমি ছিলাম তোমাদেরই মাঝে ।
সকল আড্ডায়, মানে অভিমানে ।
ভালোলাগায়- ভালোবাসায় -
সকল বেদানায় সব সময়।

আমি চলেছি একাকী পৃথিবীর পথে,
হাজার-হাজার বছর ধরে।
সমস্ত দিনের শেষে ,
মেঘে ঢাকা শ্রাবণের সন্ধ্যার নিবিড় অন্ধকারে,
হাল ভাঙা নাবিক আমি ।
হারিয়েছি পথের দিশা ,
কোনো এক নির্জন দ্বীপের ভিতরে।
জোনাকির ক্ষীণ আলোয় -
সে দেখেছিল মুখ।
দূর- থেকে শুধাল সে-
কোথায় ছিলেম আমি এতোদিন ?
সে ছিল আমারই এন্- আর-এস্ বন্ধু মন্দিরা একদিন।