ওরা সৈনিক, ওরা যোদ্ধা ।
ওরা করোনা যোদ্ধা।
অদৃশ্য শত্রু করিতে নিধন,
ওরা আজ সব এককাট্টা।।
ওরা সৈনিক, ওরা যোদ্ধা।
ওদের না আছে সমরসজ্জা।
ওরা না জানে মেডিসিন্,
না জানে ভ্যাকসিন্ ,
না জানে শত্রুর রণকৌশল।
ওরা আজ শুধু এককাট্টা।।
ওরা সৈনিক,ওরা যোদ্ধা।
ওরা ডাক্তার, ওরা সিস্টার,
ওরা স্বাস্থ্যকর্মীর নানা স্তর।
ওরা আইনের রক্ষক,
ওরা মৃতদেহ বাহক।
ওরা এ্যাম্বুলেন্সের ড্রাইভার,
ওরা ঝাড়ুদার, ওরা জমাদার।
ওরা সবাই-প্রথম সারির যোদ্ধা।
ওরা সবাই আজ এককাট্টা ।।
ওরা সৈনিক, ওরা যোদ্ধা।
ওরা কোভিড্ নাইন্টিন্ যোদ্ধা।
ওরা আপন জীবনমূল্যে-
করে তোমার জীবন রক্ষা।
ওরা আপন শিশুকে পরবাসী করে,
করোনা শিশুকে নেয় কোলে তুলে।
করোনা যুদ্ধে দিনরাত ওরা-
প্রথম সারির যোদ্ধা।।
ওরা সৈনিক , ওরা যোদ্ধা।
বিশ্বব্যাপী বিজ্ঞানী যত-
আজকে সবাই গবেষনারত।
যোদ্ধারা যেন যেতে পারে রণক্ষেত্র ,
অস্ত্র ও বর্মে হয়ে সজ্জিত।
ওরা সবাই- আজ যোদ্ধা।
সবাই- করোনা যোদ্ধা।।
ওরা সৈনিক, ওরা যোদ্ধা।
কত সহস্ত্র প্রাণ- হোলো বলিদান-
ওরা যে নিরস্ত্র যোদ্ধা।
করোনা মুক্ত গড়তে ভুবন-
ওরা আজ সব মুক্তিযোদ্ধা।
ওরা সবাই আজ কোভিড্ নাইন্টিন্ যোদ্ধা।।
ওরা সৈনিক , ওরা যোদ্ধা।
ওরা করোনা ভ্রুকুটি করি উপেক্ষা,
পায়ে দলে টুঁটি যত আছে বাঁধা-
একদিন ওরা হইবে বিজয়ী,
উড়ায়ে বিজয় পতাকা।
ওরা সৈনিক, ওরা যোদ্ধা।
ওরা সবাই-করোনা যোদ্ধা।
ওরা মুক্তি-যোদ্ধা।
ওরা কোভিড্ নাইন্টিন্ যোদ্ধা।।