বিশ্বকে করিতে দূষণমুক্ত ,
ধরিত্রীর বুকে মহাকাল-
হলেন আবির্ভূত।
বন্ধ হোলো দিকে দিকে -
আছে শকট যত।
যা কিছু সব-ডিজেল বা পেট্রল চালিত।
দূষণযুক্ত ভারি বাতাসে শ্বাসরুদ্ধ-
হোলো আবার কোমল স্নিগ্ধ।
ধূসর - কুজ্ঝটিকাবৃত ছিল যে অম্বর!
নটরাজ-নৃত্যে আবার হোলো সে নীলাম্বর।
কারখানার বর্জ্যে -
যে খরস্রোতা হারিয়েছিল স্রোত,
হয়েছিল পঙ্কিল কলুষিত।
সে-ই আজ আবার হোলো -
চঞ্চলা স্বচ্ছাসলীলা কল্লোলিত।
ধূলি-ধূসরিত ছিল-
যে বিবর্ণ তরুরাজী-
সে-ই আজ আবার হোলো -
প্রানবন্ত শ্যামল-বর্না ষোড়োশী।
নৃত্য-চপল নটরাজ করে চলেছে-
এভাবেই তার নিত্য-নতুন সৃষ্টি।
দূষণ-মুক্ত পৃথিবী গড়তে-
অপরূপ-রূপকৃষ্টি।।