বিজ্ঞান ও প্রযুক্তির হয়েছে-
আজ নবজাগরণ।
শিশুর হাতে তাই -
জন্ম থেকেই মুঠো ফোন।
ফোন ইন্টারনেটে আজ-
তাদের দুর্নিবার আকর্ষণ ।
এই ফোনের নেশাতে বুঁদ হয়ে -
কত শিশু তাদের শৈশব হারিয়েছে ।
হয়েছে মানসিক প্রতিবন্ধী।
কত কিশোর কিশোরী -
আলোর ঠিকানা হারিয়ে ,
তলিয়ে গেছে গভীর অন্ধকারে।
কত উজ্জ্বল- জ্যোতিষ্ক ,
একদিন যাঁরা ছিল দেশের ভবিষ্যৎ ।
এই মুঠো ফোন আর ইন্টারনেটের নেশাতে -
তারা আজ হারিয়ে ফেলেছে তাদের গতিপথ।
ইন্টারনেটের অভিশাপেই আজ দিকে দিকে -
মেয়েরা হচ্ছে ধর্ষিত।
বাড়ছে সাইবার ক্রাইম ,
বাড়ছে ব্যাংক জালিয়াতি ,
দেশের সুরক্ষা হচ্ছে বিঘ্নিত।
কত সুখী দম্পতি-
নতুন সম্পর্কে জড়িয়ে ,
ভেঙেছে তাদের সুদীর্ঘ -সুখী দাম্পত্য।
কত কাঙ্ক্ষিত শিশু হয়েছে -
বাবা মায়ের স্নেহ বঞ্চিত।
আমরা আজ সবাই চাই -
প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নয়ন।
কিন্তু, সেটা যেন না হয় কেবল -
শিশুর হাতে মুঠো ফোন।
প্রযুক্তি ও বিজ্ঞান যেন করতে পারে -
শুধুই ,মানব কল্যাণ সাধন।