মনকে তুমি বোঝাও আজি,
আপন ঘরেই আছে তোমার মুক্তি।

এই বন্ধনেরই বৃত্ত মাঝে -
মহাবিশ্বের মহানন্দ আছে।

কেবল ভরিয়ে নাও- সেই পাত্র খানি ,
অমৃত-সুধায় বাড়িয়ে- দু'হাত খানি।

খুলে দাও মনের সকল রুদ্ধ-দ্বার ,
ভোরের আলোয় কাটুক অন্ধকার।

মনটাকে মুক্ত করে ভাসিয়ে দাও, ঐ নীল নীলিমায় -
যেখানে নেই কোনো, তোমার আমার সীমানাই -
সকলের জন্য রয়েছে কেবল একটা ঠিকানাই।

প্রদীপের ঐ আলোকবর্তিকায় -
প্রদীপ জ্বলুক মুক্ত মনের প্রসন্নতায়।
মনের মন্দির মাঝে তারই দীপ্ত শিখায়।