তাল গাছ সারি সারি -
মাঝখানে ধূ-ধূ মেঠো পথ ।
দূরে-দূরে ঘর কয়'খানি।
পাশ দিয়ে ছোটো নদী
বয়ে যায় একখানি।
এই ছিল আমাদের
ছোটো গ্রাম খানি ।
গ্রীষ্মেতে সেই নদী
হয় যেন মরুভূমি।
বর্ষাতে হয় পাগলিনী।
নবান্নের শেষে কিংবা পৌষের শীতে -
মাঠে মাঠে ব'সে কতো মেলা !
হাতে নিয়ে একতারা ,
গান গায় বাউলেরা।
সেই গানে সকলেরই -
হয় মন মাতোয়ারা।
আমাদের সেই গ্রামটি হল অঞ্জনা ।
রং তুলি ছাড়া শুধু ক্যানভাসে আঁকা
সারি সারি তাল গাছে ঢাকা।
সেই গ্রামটি অঞ্জনা।