সকালের এক কাপ চা ,
খোলা বারান্দা- খোলা আকাশ ,
দৃষ্টি পায়'না কোনো বাঁধা ।
একটু-একটু করে উপভোগ করো -
যতক্ষণ পারো।
কখন আসবে সময় -
যেতে হবে তোমায় ,
নেই জানা।
পাবে'না সময় তখন -
থাকবে অধরা ,
এক কাপ চা।
জীবন বড় ক্ষুদ্র ,
কিন্তু- মনে হয় যেন সমুদ্র ।
সামনে হাজারো কর্ম ক্ষেত্র ,
যেন এক একটি যুদ্ধ ক্ষেত্র।
তাই- আর দেরি নয় ,
কোরো'না সময় অপচয় ।
জীবনের প্রতিকূলতা -
শেখায় জীবন যুদ্ধের দক্ষতা।
জীবন'কে দেয় পূর্ণতা ।
আমাদের জীবনে -
প্রিয়জনের আসা যাওয়া -
যেন গাছের পাতার মতো ,
কখনো কঁচি পাতা -
কখনোবা, ঝরা পাতা।
তোমার আত্মজ -
একদিন-যে চলত তোমার হাত ধরে ,
সে যেন আজ যায় উড়ে ।
নিজের ডানায় ভর করে।
জীবন এভাবেই এগিয়ে চলে।
অতীতকে পিছনে ফেলে।
দিনের শেষে অবশেষে -
এটাই- আমার উপলব্ধি আজ,
সেই কাজ'ই দিতে পারে -
জীবন'কে পূর্ণতা।
মনে আনে প্রসন্নতা।
যদি না থাকে কোনো প্রত্যাশা।
তাই - উপভোগ করো ,
যতক্ষণ পারো -
সকালের - ঐ এক কাপ চা।