ইচ্ছে করে শঙ্খচিল হয়ে-
দূর-আকাশে মেলে ডানা-
যেথায় খুশি উড়ে বেড়াই-
কাঁটাতারের নেই মানা।

ইচ্ছে করে বৃষ্টি হয়ে-
ঝরি অঝোর ঝরে,
নিতান্ত অবহেলায়।
তপ্ত হৃদয় সিক্ত করে-
মরুবালুকায়।

ইচ্ছে করে নতুন সূর্য হয়ে-
নতুন দিন গড়ি।
ইচ্ছে করে কলম্বাসের মতো -
অচিন-দেশে দিই পাড়ি।

ইচ্ছে করে ছোট্টো ডিঙি হয়ে-
ভেসে বেড়াই পাল তুলে-
ঐ অসীম সাগর জলে।

ইচ্ছে করে নদী হয়ে-
সাগর জলে মিশি।
ইচ্ছে করে এই সোনার দেশে-
জনম জনম আসি।