অমৃতস্য পুত্র
যেদিন থেকে কোভিড্ যুদ্ধ হয়েছে শুরু-
বুকের উপর যেন,
একটা ভারী পাথর-চেপে বসেছিল ,
অজানা আশঙ্কাতে!
কেবলই ভেবেছি মনে-
কত-মানুষ প্রাণ হারাবে-
এই অসম-যুদ্ধে!
বুঝিনি এই ভাবনাই-
একটু-একটু করে -
চেপে বসছিল মনের গভীরে।
বাড়ছিল রক্তের উচ্চগতি!
নিজের জন্য কিন্তু ছিলনা কোনো শঙ্কা,
কেবলই মনে হতো আমার জন্য-
কেউ হবেনা তো আক্রান্ত !
হবেনা তো কারোর প্রাণ সংশয়!
আজ সেই আশঙ্কাই সত্যি হোলো!
আমাদের বন্ধু প্রদীপ-
আজ শহিদ হোলো!
...........................
প্রদীপ-
তুমি আমাদের শহিদ বন্ধু-
শহিদের কোনো মৃত্যু নেই।
তোমার আত্ম-বলিদানে-
আজ তুমি অমর হলে।
যে আলো তুমি জ্বালিয়ে দিলে -
আজ সকলের অন্তরে-
সেই আলোকের দিব্য-জ্যোতিই-
নিয়ে যাক্ তোমায় অমৃতের পথে।
ন হন্যতে - ন হন্যতে- হন্যমানে শরীরে।
অমৃতস্য পুত্র তুমি!
কর্মকে নিয়ে গিয়েছো তুমি কর্মযোগের শিখরে।
তোমার কর্মযোগেই তুমি ছুঁয়েছ মন-
আবাল- বৃদ্ধ- বনিতার।
তাই তো আজ সব -
কোভিড্ ভীতি’কে তুচ্ছ করে,
গভীর রাতের অন্ধকারকে-
আলোয়-আলোয় ভরিয়ে ,
মানুষের-ঢল নামল-
তোমার অন্তিম-যাত্রায়।
পুষ্প-বৃষ্টিতে আর অশ্রু-সজল নয়নে,
আজ তোমার যাত্রা -
ঐতিহাসিক হয়ে রইল সবার হৃদয়ে।
অমৃতের পুত্র তুমি- যাও অমৃত লোকে।