তমসা-ঘন আকাশে-
নেই কোনো তাঁরা,
সারারাত টিপ্ টিপ্ বৃষ্টি।

শিশুটি ভূমিষ্ঠ হোলো-
নিতান্ত অবহেলায়।
জন্ম মাত্র সুতীব্র চিৎকারে-
নিজের অস্তিত্ব জানান দেয়।
আর তখনই একটি-
ভয়াল শক্ত হাতের থাবা-
ওর কণ্ঠ রুদ্ধ করে-
চিরদিনের মতো।

তারপর-
গুটিকয় লোক,
একটা পুঁটুলিতে বেঁধে-
রাতের অন্ধকারে-
ছুঁড়ে ফেলল রাস্তায়,
উচ্ছিষ্ট -নোংরা -ডাস্টবিনের মধ্যে।

ভোরের আলো না ফুটতেই-
সেখানে হাজির হ'ল,
দুনিয়ার -সব নেড়িকুত্তা।

রাস্তায় দু-একজন পথচারী,
কেউবা বেরিয়েছে মর্নিং ওয়াকে,
কেউবা ব্যস্ত গন্তব্যে পৌঁছাতে।
ওদেরই কেউ ,এগিয়ে গেল কৌতূহলে।
শিশুটির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে-
কুকুর গুলির মধ্যে তখন ,
চলছে বাটোয়ারা।

কেউ বলল-
এ হ'ল অবৈধ সন্তান!
নিতান্ত -অবহেলায়।
কেউবা বলল,
না, কোনো অবাঞ্ছিত কন্যা সন্তান।

অবৈধ হোক, বা অবাঞ্ছিত-
যারা তাকে এই তকমাটা পরিয়ে দিল-
যারা তাকে খুন করলো,
তারা কেমন অবলীলায়-
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়-
আপনার আমার সবার সামনে।
আর- মৃত্যু দন্ড পায়-
নিষ্পাপ শিশুটি।